প্রাক্তন আই পি এস অফিসার ভারতী ঘোষের দেহরক্ষী সুজিত মন্ডল কে গ্রেফতার করল সি আই ডি। শুক্রবার ভোরে দিল্লির মালব্য নাগরীর একটি বাড়ি থেকে গ্রেফতার করা হয় সুজিত মন্ডল কে। সূত্রের খবর দীর্ঘ দু’মাস ধরে নয়াদিল্লি ওই বাড়িতে ভাড়া ছিল সুজিত, বেশ কিছুদিন ধরেই ওর ওপর নজর রাখছিলো সি আই ডি। উল্লেখ্য দাসপুরে রুজু হওয়ার দুটি খড়গপুরে একটি তোলাবাজি ও ছিনতাই মামলা অভিযুক্ত ছিল সুজিত মন্ডল ।পাশাপাশি মেদিনীপুর কোতোয়ালি থানায় দায়ের সি আই ডি দায়ের করা, আয় বহির্ভূত সম্পত্তি মামলাতেও অভিযুক্ত ছিল, ভারতী ঘোষের ডানহাত নামে পরিচিত সুজিত মন্ডল। গত অক্টোবরে প্রথম সপ্তাহে হাইকোর্টে আগাম জামিনের আবেদন খারিজ হওয়ার পর থেকে পলাতক ছিল সুজিত মন্ডল । শুক্রবার গ্রেপ্তারের পর সুজিত মন্ডল কে ট্রানজিট রিমান্ডে ভবানী ভবন নিয়ে যাওয়া হচ্ছে। সি আই ডি সূত্রে জানা গেছে সোমবার ঘাটাল আদালতে পেশ করা হতে পারে ধৃত সুজিত কে। ওয়াকিবহাল মহলের দাবি সুজিতকে জেরা করেই ভারতী ঘোষ এর সন্ধান পাওয়া যাবে।
প্রাক্তন আই পি এস অফিসার ভারতী ঘোষের দেহরক্ষী সুজিত মন্ডল কে গ্রেফতার করল সি আই ডি

Please follow and like us: